সুনামগঞ্জে মৎস্য সপ্তাহ উপলক্ষে মাছের পোণা অবমুক্ত

 

সুনামগঞ্জ প্রতিনিধি

মাছ চাষে গড়বো দেশ বঙ্গঁবন্ধুর বাংলাদেশ ও মৎস্য সেক্টরের সমৃদ্ধি সুনীল অর্থনীতির অগ্রগতি এই প্রতিপাদ্য নিয়ে সুনামগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ -২০১৯ উপলক্ষে মৎস্য অবমুক্ত বর্ণ্যাঢ্য র‌্যালী অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় সুনামগঞ্জ মৎস্য অধিদপ্তরের আয়োজনে জেলা প্রশাসকেরকার্যালয়ের সামনে থেকে র‌্যালীটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শহরের রিভারভিউ এলাকায় গিয়ে সুরমা নদীতে মাছের পোণা অবমুক্ত করা হয়। প্রধান অতিথি হিসেবে র‌্যালী পরবর্তী সুরমা নদীতে পোণা মাছ অবমুক্ত করেন সুনামগঞ্জ ও সিলেট সংরক্ষিত আসনের মহিলা সংসদ সদস্য এড. শামীমা শাহারিয়ার।

এ সময় উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত জেলা প্রমাসক মোঃ শরিফুর ইসলাম,অতিরিক্ত পুলিশ সুপার মোঃ হায়াতুন নবী,জেলা মৎস্য অফিসার মোঃ আমিনুল হক, সদর উপজেলা মৎস্য বিভাগের সিনিয়র মৎস্য অফিসার সীমা রানী বিশ^াস,শান্তিগঞ্জ হ্যাচারী অফিসার অশোক কুমার দাস, সুনামগঞ্জ ও সিলেট সংরক্ষিত আসনের মহিলা সংসদ সদস্য এড. শামীমা শাহারিয়ার।