সুনামগঞ্জে দুজনের অস্বাভাবিক মৃতু্

 

সুনামগঞ্জ প্রতিনিধি:

সুনামগঞ্জ সদর ও জগন্নাথপুর উপজেলায় দুজনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

নিহতরা হলেন- সুনামগঞ্জ শহরের তেঘরিয়া আবাসিক এলাকার মছদ্দর আলী ওরফে ময়না মিয়ার ছেলে শ্যামল মিয়া (২৪) ও জগন্নাথপুরের ভুরাখালী গ্রামের সাবেক ইউপি সদস্য গয়াস মিয়ার ছেলে মনোয়ার হোসেন (২৭)।

জগন্নাথপুর থানার ওসি ইখতিয়ার উদ্দিন চৌধুরী জানান, উপজেলার ভুরাখালী গ্রামের নিজ বসতবাড়ির আড়ার (ধর্ণা) সাথে রশি দিয়ে গলায় ফাঁস লাগিয়ে সোমবার দুপুরে আত্মহত্যা করেন মনোয়ার হোসেন।

জেলা সদর হাসপাতালে ময়নাতদন্ত শেষে নিহতের পরিবারের নিকট মরদেহ হস্তান্তর করা হয়েছে।

সুনামগঞ্জ সদর থানার ওসি মো. শহীদুল্লাহ জানান, সুনামগঞ্জ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের নির্মানাধীন স্টাফ কোয়ার্টারে সোমবার (২৪ জুন) সকালে শ্রমিকরা এক ব্যক্তির ঝুলন্ত লাশ দেখতে পেয়ে থানায় জানায়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জেলা সদর হাসপাতালে প্রেরণ করে।

নিহত যুবক শহরের তেঘরিয়ার শ্যামল মিয়া বলে শনাক্ত করায় মরদেহ সোমবার রাতেই পরিবারের নিকট হস্তান্তর করা হয়।