সুনামগঞ্জ সীমান্তে মদ,ভারতীয়,রুপিসহ ২ জন আটক।

 

শফিকুল ইসলাম স্বাধীন
সুনামগঞ্জ তাহিরপুর প্রতিনিধি ঃসুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি) কর্তৃক ভারতীয় মদ,রুপি এবং মোবাইলসহ ২ জন আসামী আটক।

সুনামগঞ্জ সদর উপজেলার ব্যাটালিয়নের অধীনস্থ বনগাঁও বিওপির নম্বর ৬৩১৯৯ নায়েক মোঃ মনিরুজ্জামান”এর নেতৃত্বে একটি টহল দল ১৮ জুলাই মঙ্গলবার বেলাব প্রাই পোনে ৩ ঘটিকায় সীমান্ত পিলার ১২১৬/৮-এস এর নিকট হতে আনুমানিক ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে সদর উপজেলার ২নং রঙ্গারচর ইউনিয়নের শাহ আরেফিনটিলা নামক স্থান হতে ১০ বোতল ভারতীয় মদ, সীমসহ ০১টি মোবাইল ফোন এবং নগদ ১১,০০০/- ভারতীয় রুপিসহ (৫০০ রুপি নোট ২২টি) ০২ (দুই) জন বাংলাদেশী নাগরিক।

আসামি প্রসঙ্গে
মোঃ ইব্রাহীম খলিল (৪০), পিতা-মৃত তোঁতা মিয়া, গ্রাম- ছাড়ার পাড় এবং মোঃ বাবুল মিয়া (৩৫), পিতা- মোঃ হোসেন আলী, গ্রাম- মোকামছড়া, উভয়ের পোষ্ট- মঙ্গলকাটা, থানা- সুনামগঞ্জ সদর।

আটককৃত মালামালের সিজার মূল্য ২৭,০০০/- টাকা।

সদয় অবগতির জন্য
সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি) অধিনায়ক
লে কর্নেল মো: মাকসুদুল আলম
জানান।

আটককৃত আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সুনামগঞ্জ সদর থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।