গরুর ধান খাওয়ার জের: তাহিরপুরে ভাইয়ের হাতে ভাই খুন

 

ডেস্ক রিপোর্ট:

সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলার বাদাঘাট ইউনিয়নের ইছবপুর গ্রামে চাচাতো ভাইয়ের হাতে ভাই খুন হয়েছেন। বৃহস্পতিবার সন্ধ্যায় ওই ঘটনা ঘটে।

নিহত আবু হানিফ (৩২) ইছবপুর গ্রামের মৃত নেকবর আলী আলীর পুত্র।

স্থানীয়রা জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় ইছবপুর গ্রামের আবু হানিফা (৩২) গরু নিয়ে বাড়ির দিকে যাচ্ছিলেন। এমন সময় আবু হানিফার চাচাতো ভাই একই গ্রামের হাবিবুর রহমান দাবি করেন হানিফার গরু জমির ধান খেে ছে।

এনিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে হাবিবুর রহমান লাঠি দিয়ে আঘাত করেন আবু হানিফার মাথায়। গুরুতর আহত অবস্থায় আত্মীয়-স্বজনরা আহত আবু হানিফাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করেন। আজ শুক্রবার ভোর রাতে চিকিৎসাধীন অবস্থায় আবু হানিফার মৃত্যু হয়।

তাহিরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ আতিকুর রহমান জানান, এ ঘটনায় খবর পেয়ে তাহিরপুর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এখনও কেউ আমাদের কাছে লিখিত অভিযোগ দেননি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি।