করোনা: ছাতকে প্রবাসীকে জরিমানা

 

নিজস্ব প্রতিবেদক:

সুনামগঞ্জের ছাতকে এক প্রবাসীকে জরিমানা করা হয়েছে। হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশনা না মেনে লোকালয়ে আসায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে গিয়াস উদ্দিন নামের ওই প্রবাসীকে জরিমানা করা হয়।

বুধবার বিকেলে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. গোলাম কবির ভ্রাম্যমাণ আদালতে তার অর্থদন্ড প্রদান করেন।

এ সময় সেখানে উপস্থিত ছিলেন- সহকারী পুলিশ সুপার (ছাতক সার্কেল) বিল্লাল হোসেন, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রাজিব চক্রবর্তী, ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম মোস্তফা প্রমুখ।

বিকালে উপজেলার কালারুকা ইউনিয়নের হাসনাবাদ বাজারে ঘোরাঘুরি করায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে থাকে এ জরিমানা প্রদান করা হয়।

গিয়াস উদ্দিন হাসনাবাদ গ্রামের ময়নুল ইসলামের ছেলে। তিনি ১২ মার্চ সৌদি আরব থেকে বাংলাদেশে আসে।

ইউএনও বলেন, ওই প্রবাসী কোনোভাবেই হোম কোয়ারেন্টাইনে থাকতে রাজি হচ্ছিলেন না। পরে তাকে জরিমানা করা হয়েছে। সেই সঙ্গে তাকে একটি ঘরে একাই থাকার নির্দেশনা দেয়া হয়েছে।