ছাতকে গাঁজাসহ গ্রেফতার ২

 

ডেস্ক রিপোর্ট:

সুনামগঞ্জ জেলার ছাতক গোবিন্দগঞ্জ পয়েন্টে র‌্যাব-৯ এর একটি টিম অভিযান চালিয়ে গাঁজাসহ ২ জনকে গ্রেফতার করেছে। ৪ মার্চ দিনগত রাত সাড়ে ১১ টার দিকে ওই অভিযান চালানো হয়।

র‌্যাব-৯ এর এএসপি আনোয়ার হোসেন এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, স্পেশাল কোম্পানী (সিলেট ক্যাম্প), র‌্যাব-৯ এর অপারেশন কমান্ডার মেজর মোঃ শওকাতুল মোনায়েম, এএসপি মোঃ নাহিদ হাসান ও এএসপি মোঃ আনোয়ার হোসেনের নেতৃত্বে অভিযান হয়।

এর নেতৃত্বে একটি আভিযানিক দল অবৈধ মাদক উদ্ধার ও আসামী গ্রেফতার অভিযান পরিচালনা করে। অভিযানে সুনাগঞ্জ জেলার ছাতক থানাধীন গোবিন্দগঞ্জ পয়েন্ট সংলগ্ন, রাজমনি রেষ্টুরেন্ট এর সামনে পাকা রাস্তার উপর থেকে ২.৫ (দুই কেজি ৫০০ গ্রাম) গাঁজাসহ ০২ জন পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্র্রেফতার করেছে র‌্যাব-৯।

গ্রেফতারকৃতরা হলো ১। মোঃ হারুনুর রশিদ (৩৫), পিতা- মৃত ইদ্রিস আলী মুন্সি, সাং- মেরুয়াখোলা, থানা- বিশ^ম্ভরপুর, জেলা- সুনামগঞ্জ, ২। মোঃ মজিবুর রহমান(১৮), পিতা- হাদিস মিয়া, সাং- মহকুড়া, থানা- বিশ^ম্ভরপুর, জেলা-সুনামগঞ্জ। তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে আড়াই কেজি গাঁজা। উদ্ধারকৃত আলামতসহ গ্রেফতারকৃতদের সুনাগঞ্জ জেলার ছাতক থানায় হস্তান্তর করা হয়েছে।