তাহিরপুরে ভাইয়ের হাতে কিশোর খুন

 

তাহিরপুর প্রতিনিধি:

সুনামগঞ্জ জেলার তাহিরপুরে চাচাতো ভাই চাচাতো ভাইয়ের হাতে খুন হয়েছেন বলে অভিযোগ উঠেছে।

মঙ্গলবার দুপুরে উপজেলার বাদাঘাট ইউনিয়নের ঘাগটিয়া আদর্শ গ্রামে জায়গা সংক্রান্ত বিরোধের জের ধরে ওই ঘটনা ঘটেছে।

স্থানীয়রা জানান, শহীদ নুর (১৭) নামে এক কিশোরকে দেশিয় অস্ত্র দিয়ে আঘাত করেন তার চাচাতো ভাই গোলাম কাদির। এ ঘটনায় নিহত শহীদ নুরের পিতা নাছির উদ্দিন (৫৫) গুরুতর আহত হয়েছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরেই বাদাঘাট ইউনিয়নের ঘাগটিয়া আদর্শ গ্রামের নাছির উদ্দিন ও তার ভাতিজা গোলাম কাদিরের মধ্যে জায়গা সংক্রান্ত বিরোধ চলে আসছিল। মঙ্গলবার দুপুরে নাছির উদ্দিন ও তার ছেলে শহীদ নুর বাজার থেকে মোটরসাইকেলে করে বাড়িতে ফেরার পথে বোজাং (দেশিয় অস্ত্র) নিয়ে গোলাম কাদির তাদের উপর অতর্কিত হামলা চালায়। এ সময় গোলাম কাদির শহীদ নুরের তলপেটে বোজাং দিয়ে আঘাত করলে সে মাটিতে লুটিয়ে পরে। নিহত শহীদ নুরের পিতা নাছির উদ্দিনের উপরও হামলা চালালে রক্তাক্ত অবস্থায় তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়।

তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতিকুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ পাঠানো হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানোর প্রস্তুতি নেয়া হচ্ছে।