তাহিরপুরে গাঁজাসহ গ্রেফতার ২

 

ডেস্ক রিপোর্ট:

সুনামগঞ্জ জেলার তাহিরপুরে র‌্যাব-৯ এর একটি টিম অভিযান চালিয়ে চার কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ ২ জনকে গ্রেফতার করেছে। রোববারে ওই অভিযান চালানো হয়। গ্রেফতারকৃতরা হলো তাহিরপুরের দক্ষিণকুল গ্রামের রানা বর্মন ও হোসেনপুরের আবদুল মজিদ।

র‌্যাব-৯ এর এএসপি আনোয়ার হোসেন এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯, সিপিসি-৩, সুনামগঞ্জ ক্যাম্পের কোম্পানী অধিনায়ক লে. কমান্ডার ফয়সল আহমদের নেতৃত্বে ওই অভিযান চালানো হয়। গ্রেফতারকৃতদের আলামতসহ তাহিরপুর থানায় হস্তান্তর করা হয়েছে।