দোয়ারাবাজারে নদীতে ডুবে মৃগি রোগির মৃত্যু

 

ডেস্ক রিপোর্ট:

সুনামগঞ্জের দোয়ারাবাজার সীমান্তে নদীতে ডুবে এক যুবক প্রাণ হারিয়েছেন। নিহত মাসুক মিয়া (২২) উপজেলার ১ নং বাংলাবাজার ইউনিয়নের দক্ষিণ কলোনী গ্রামের হোসেন মিয়ার পুত্র। শুক্রবার ওই ঘটনা ঘটেছে।

স্থানীয় ও নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, শুক্রবার দুপুরে মাসুক মিয়া বাড়ির সকলের অজান্তে পার্শ্ববর্তী মৌলা নদীতে গোসল করতে গেলে তিনি আর বাড়ি ফিরেননি। অনেক খোঁজাখুঁজির পর বিকালে ওই নদী থেকে তার ভাসমান লাশ উদ্ধার করেন স্থানীয়রা। সন্ধ্যায় গ্রামের পঞ্চায়েতি কবরস্থানে তাকে দাফন করা হয়। নিহত মাসুক মিয়া দীর্ঘদিন ধরে মৃগী (হিষ্টেরিয়া) রোগে আক্রান্ত ছিলেন। আরো একাধিকবার তিনি এভাবে দুর্ঘটনার শিকার হয়ে আহত হন বলে জানিয়েছেন স্থানীয়রা।

জানতে চাইলে স্থানীয় ইউপি চেয়ারম্যান জসিম মাস্টার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহত মাসুক মিয়া মৃগী রোগ আক্রান্ত ছিলেন।