জগন্নাথপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ১

 

ডেস্ক রিপোর্ট:

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় ট্রাক্টর চাপায় ইজিবাইকের এক যাত্রী নিহত হয়েছেন। নিহত মিনাল উদ্দিন (৩৫) উপজেলার পাটলী ইউনিয়নের সাচায়ানী গ্রামের মৃত নোয়াব আলীর ছেলে।

এ ঘটনায় এক নারীসহ আরও চারজন হয়েছেন। হতাহতদের সবাই ইজিবাইকের যাত্রী। ট্রাক্টর চাপায় ইজিবাইক দুমড়েমুচড়ে যায়।

রোববার সন্ধ্যা ৭টায় জগন্নাথপুর-রসুলগঞ্জ সড়কের কেশবপুর উত্তরহাটি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহতদের উপজেলা হাসপাতাল ও ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহতরা হলেন জগন্নাথপুর পৌরসভার সাবেক কমিশনার মাসুক মিয়া (৬০), সাচায়ানী গ্রামের আনজব আলীর স্ত্রী সুফিয়া বেগম(৪২), একই গ্রামের হেমন্ত কুমারের ছেলে সম্পদ বাবু (৫০), প্রভাকরপুর গ্রামের রিয়ান উল্লার ছেলে হারুন মিয়া (৬৫)। আহতদের মধ্যে সাবেক কমিশনার মাসুক মিয়া ও সুফিয়া বেগমকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ ঘটনায় পুলিশ ওই ট্রাক্টর আটক করলেও চালক পলাতক রয়েছে বলে জানান জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ইখতিয়ার উদ্দিন। তিনি জানান লাশ উদ্ধার করে মর্গে পাঠানোর হয়েছে।