বিশ্বম্ভরপুরে ইয়াবাসহ গ্রেফতার ১

 

নিজস্ব প্রতিবেদক:

সুনামগঞ্জ জেলার বিশ্বম্ভরপুর থানার বেতগড়া গ্রামে র‌্যাব-৯ এর একটি টিম অভিযান চালিয়ে ৫৪৫ পিস ইয়াবাসহ একজনকে গ্রেফতার করেছে। গ্রেফতার মো. বুরহান উদ্দিন রাজপাড়া গ্রামের আবদুল খালেকের পুত্র। রোববার সন্ধ্যা সাড়ে ৫ টায় ওই অভিযান চালানো হয়।

র‌্যাব-৯ এর অতিরিক্ত পুলিশ সুপার মো. সামিউল আলম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সিপিসি-১, (সিলেট ক্যাম্প) র‌্যাব- ৯ এর কোম্পানী অধিনায়ক এএসপি সত্যজিত কুমার ঘোষ ও এএসপি আনোয়ার হোসেনের নেতৃত্বে ওই অভিযান চালানো হয়। আলামতসহ গ্রেফতার আসামিকে বিশ্বম্ভরপুর থানায় হস্তান্তর করা হয়েছে।