সুনামগঞ্জ জেলা প্রশাসককে স্মারকলিপি দিয়েছে নিয়োগপ্রাপ্ত শিক্ষকরা

 

ডেস্ক রিপোর্ট:

সুনামগঞ্জ জেলার সরকারী প্রাথমিক বিদ্যালয়ে নিয়োগপ্রাপ্ত সহকারী শিক্ষক শিক্ষিকার যোগদান নিশ্চিত করার লক্ষ্যে সভা করেছে। জেলা প্রশাসক বরাবরে ও প্রাথমিক শিক্ষা অধিদপ্তর’র মহাপরিচালক বরাবরে স্মারক লিপি দিয়েছেন।

রোববার দুপুরে সুনামগঞ্জ জেলা প্রশাসক ও জেলা প্রাথমিক শিক্ষা অফিসারের কার্যালয়ে স্মারক লিপি প্রদান করা হয়। এ সময় জেলা প্রাথমিক শিক্ষা অফিস প্রাঙ্গণে এক সংক্ষিত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অসিম তালুকদারের সভাপতিত্বে ও অরুণ চন্দ্র সরকারের সভায় বক্তব্য রাখেন, পলাশ মজুমদার নীল রতন সরকার,,নিরেশ তালুকদার,মোঃ শের আলী, শামিমা খানম, অলিউর রহমান, টিটু আদিত্য, আব্দুস সালাম, আমির হোসেন,অয়ন,উজ্জল আহমেদ চৌধুরী,মহিবুর রহমান,মইনুদ্দিন হাসান লিংকন,মোঃ ছমির আলী,টিপু,হাবিবুল ইসলাম ও জয় বণিক প্রমূখ।