ছাতকে পুলিশের ধাওয়ায় নদীতে পড়ে এক ব্যক্তির মৃত্যু

ডেস্ক রিপোর্ট:

সুনামগঞ্জ জেলার ছাতকে পুলিশের ধাওয়া খেয়ে সুরমা নদীতে পড়ে মোহাম্মদ আলী নামের এক ব্যক্তির মৃত্যু ঘটেছে। শুক্রবার বিকেলে শহরের মোগলপাড়া এলাকায় নদীতে নিখোঁজ হওয়ার পর রাত ৮টার দিকে তার মৃত দেহ উদ্ধার করা হয়েছে। মোহাম্মদ আলী শহরের মোগলপাড়া এলাকার মৃত সাহেদ আলীর পুত্র।

স্থানীয় সূত্রে জানা যায়, মোগলপাড়া এলাকার সুরমা নদীর তীরে বাঁধা একটি নৌকায় মোহাম্মদ আলীসহ কয়েক জন লোক তাস খেলছিল। গোপন সংবাদে এএসআই মহিউদ্দিন ও কনষ্টেবল ইকবাল সেখানে হানা দেয়।

পুলিশের ধাওয়া খেয়ে সুরমা নদীতে ঝাপ দেয় তারা। সাঁতার কেটে অন্যারা কুলে উঠলেও মোহাম্মদ আলী পানিতে তলিয়ে নিখোঁজ হয়। রাত ৮টার দিকে সুরমা নদী থেকে তার লাশ উদ্ধার করা হয়।

ছাতক থানার ওসি মোস্তফা কামাল জানান, জুয়ারীরা পুলিশের উপস্থিতি টের পেয়ে নদীতে ঝাপ দিলে এ ঘটনা ঘটে।