ছাতকে বসতঘর জ্বালিয়ে দিয়েছে দুর্বৃত্তরা

 

ডেস্ক রিপোর্ট:

সুনামগঞ্জের ছাতকে দুইটি বসতঘর জ্বালিয়ে দিয়েছে দুর্বৃত্তরা। বুধবার (১২ ফেব্রুয়ারি) গভীর রাতে উপজেলার কালারুকা ইউনিয়নের করছখালী গ্রামের সিরাজ মিয়া ও আব্দুল মছব্বিরের বসতঘরে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

এ ঘটনায় ওই বসতঘরে থাকা স্বর্ণালঙ্কারসহ নগদ টাকা, ছাগল, ভেড়া ও আসবাবপত্র পুড়ে প্রায় ৬ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি ভুক্তভোগী পরিবারের।

ভুক্তভোগী পরিবার জানায়, প্রতিদিনের মতো বুধবার রাতে দুই পরিবারের লোকজন রাতের খাবার শেষে ঘুমিয়ে পড়লে গভীর রাতে হঠাৎ বসতঘরের চারিদিকে আগুন দেখতে পেয়ে কোনো রকম পরিবারের লোকজন ঘর থেকে বেরিয়ে আসলেও বসতঘর ও ঘরে থাকা কোনো কিছুই রক্ষা যায়নি।

খরব পেয়ে রাতেই ফায়ার সার্ভিস ও ছাতক থানা পুলিশের লোকজন ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণ করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা কামাল।