সাতহাল প্রাইমারি স্কুলে ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান

 

ডেস্ক রিপোর্ট:

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার চানপুর সাতহাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন বিদ্যালয়ের সভাপতি হাজী আব্দুল মতিন চৌধুরী। সভা পরিচালনা করেন সাবেক প্যানেল চেয়ারম্যান নজরুল ইসলাম ।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ আকমল হোসেন ।

বিশেষ অতিথি ছিলেন জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজী রেজাউল করিম রিজু, উপজেলা শিক্ষা অফিসার জয়নাল আবেদীন, ইন্সট্রাক্টর হারুন রশীদ চৌধুরী, ২নং পাটলী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ওয়াহিদুর রাজা, পাটলী ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজির উদ্দিন আহমেদ ও জগন্নাথপুর উপজেলা প্রধান শিক্ষক সমিতির সভাপতি আতাহার উদ্দিন।

স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক রজত কান্তি দাশ রেন্টু। বক্তব্য রাখেন সাবেক মেম্বার আলতাবুর রহমান, আলহাজ বজলুল হক চৌধুরী, সজ্জাদ মিয়া কোরেশী, জগন্নাথপুর উপজেলা যুবলীগ নেতা রাসেল আহমেদ চৌধুরী, কেশবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুসাররাফ হোসেন, উপজেলা সহকারী শিক্ষক সমিতির সভাপতি শাহজান সিরাজ, শাহ সাইফুর রহমান, শাহ শাহিন,লিটন চৌধুরী, শাহ আশরাফ হোসেন, জুহের চৌধুরী প্রমুখ।