তাহিরপুরে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন

 

ডেস্ক রিপোর্ট:

সুনামগঞ্জের তাহিরপুরে বিয়ের দাবিতে এক প্রেমিকা অবস্থান নিয়েছে প্রেমিকের বাড়িতে। প্রেমিকার অবস্থান নেয়ার পরপরই প্রেমিক নাসির পালিয়েছেন বাড়ি ছেড়ে। কিন্তু প্রেমিকা শাপলা বেগম বিয়ের দাবিতে শুরু করেছেন অনশন। প্রেমিক নাসির উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নের তরং গ্রামের মৃত মুকিত আখঞ্জির ছেলে।

বৃহস্পতিবার দুপুর ২টার দিকে উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নের তরং গ্রামের মৃত মুকিত আখঞ্জির বাড়িতে এ ঘটনাটি ঘটে।

শাপলার অভিযোগ, প্রায় তিন বছর আগে ভিকটিমের সাবেক স্বামীর সঙ্গে তালাক হয়ে যায়। পরে প্রেমিক নাসির আখঞ্জির সঙ্গে তার প্রেমের সম্পর্ক গড়ে উঠে। বিয়ের প্রতিশ্রুতি দিয়ে প্রেমিক নাসির তার সঙ্গে বেশ কয়েকবার শারিরিক সম্পর্কে লিপ্ত হয়। প্রেমিকা শাপলা বেশ কিছুদিন ধরে প্রেমিক নাসিরকে বিয়ের প্রস্তাব দিলে এড়িয়ে চলতে থাকে। এক পর্যায়ে প্রেমিকা শাপলা জানতে পারে তার প্রেমিক নাসির তাকে বিয়ে না করে পার্শ্ববর্তী শিবরামপুর গ্রামের এক তরুনীকে আগামী ২১ ফেব্রুয়ারি বিয়ে করবে। বিয়ের সংবাদ পেয়ে প্রেমিকা বৃহস্পতিবার দুপুর ২টার দিকে প্রেমিক নাসিরের বাড়িতে বিয়ের দাবিতে অনশন শুরু করে। প্রেমিক নাসির তাকে বিয়ে না করলে সে আত্মহত্যা করবে বলেও হুমকি দেয়।

প্রেমিকা শাপলার মা জানান, তিনি বৃহস্পতিবার বাড়িতে ছিলেন না, জরুরি কাজে ইউনিয়ন পরিষদে ছিলেন। বাড়িতে এসে দেখেন তার মেয়ে বাড়িতে নেই। পরে খোঁজ নিয়ে জানতে পারেন তার মেয়ে প্রেমিক নাসিরের বাড়িতে বিয়ের দাবিতে অনশন করছে।

প্রেমিক নাসিরের বড় ভাই সামনুর আখঞ্জি জানান, এক স্বামী পরিত্যাক্তা নারী গত দুইদিন ধরে তাদের পুরাতন বাড়িতে বিয়ের দাবিতে অবস্থান করছে। তার ভাই নাসির বাড়িতে নেই। নাসিরের সঙ্গে পার্শ্ববর্তী গ্রামে বিয়ে ঠিক হয়ে আছে। এরই মধ্যে এই নারী এসে বাড়িতে উঠেছে। এই নারীর আগে আরো কয়েক জায়গায় বিয়ে হয়েছে। একটি প্রতিপক্ষ্য তাদের মানসম্মান ক্ষুন্ন করতে এ ধরনের ঘৃণ্যকাজ করিয়েছেন বলে তিনি দাবী করেন।

শ্রীপুর উত্তর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান খসরুল আলম বলেন, এ ঘটনাটি উভয় পক্ষের লোকজন তাকে জানিয়েছেন, বিষয়টি সামাজিক ভাবে শেষ করার জন্য তাদেরকে অনুরোধ করেছেন তিনি।

তাহিরপুর থানার ওসি মো. আতিকুর রহমান জানান, এমন একটি ঘটনা শুনেছেন, তবে থানায় এখন পর্যন্ত কেউ বিষয়টি অবগত করেনি।