তাহিরপুরে ইয়াবাসহ গ্রেফতার ১

 

ডেস্ক রিপোর্ট:

র‌্যাব-৯ এর একটি টিম সুনামগঞ্জ জেলার তাহিরপুরে অভিযান চালিয়ে ২০৩ পিস ইয়াবাসহ এক ব্যক্তিকে গ্রেফতার করেছে। গ্রেফতার মো. আকরাম হোসেন তাহিরপুর থানার রাজাই গ্রামের আবদুল বারেকের পুত্র।

মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার মো. মনিরুজ্জামান এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, ২ ফেব্রুয়ারি বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে লে. কমান্ডার ফয়সল আহমদের নেতৃত্বে সুনামগঞ্জ ক্যাম্পের একটি দল ওই অভিযান পরিচালনা করেন। আটক ফয়সল আহমদকে আলামতসহ তাহিরপুর থানায় হস্তান্তর করা হয়েছে।