ডেস্ক রিপোর্ট:
র্যাব-৯ এর একটি টিম সুনামগঞ্জ শহরে অভিযান চালিয়ে ভূয়া প্রশ্নপত্রসহ এক যুবককে গ্রেফতার করেছে। ৩ ফেব্রুয়ারি বেলা ১২ টার দিকে ওই অভিযান চালানো হয়। গ্রেফতার আহমেদ সালে তাইব সুনামগঞ্জ শহরের আরফিন নগরের মৃত জাকির হোসেন জেরিনের পুত্র। তার কাছ থেকে উদ্ধার করা হয়েছে এসএসসি পরীক্ষার ভ‚যা প্রশ্নপত্রের স্ক্রিন সট ১১ পাতা, একটি মোবাইল ও ২টি সিমকার্ড।
মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার মো. মনিরুজ্জামান এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, গোপন সংবাদের ভিত্তিতে লে. কমান্ডার ফয়সল আহমদের নেতৃত্বে ওই অভিযান চালানো হয়। গ্রেফতার তাইবকে আলামতসহ সুনামগঞ্জ সদর থানায় হস্তান্তর করা হয়েছে।