সিভিল সার্জনের বদলির প্রতিবাদে রাস্তায় সুনামগঞ্জবাসী

 

ডেস্ক রিপোর্ট:

সুনামগঞ্জ জেলার স্বাস্থ্যখাতে দুর্নীতি বন্ধ, স্বাস্থ্যসেবার মান উন্নয়নের দাবি ও সদ্য যোগদানকৃত সিভিল সার্জন ডা. তাউহীদ আহমেদের বদলির আদেশ প্রত্যাহারের দাবিতে মানববন্ধন করেছে সচেতন সুনামগঞ্জবাসী।

বৃহস্পতিবার সকালে সিভিল সার্জন কার্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তারা সিভিল সার্জন ডা. তাউহীদ আহমেদের ২০দিনের মাথায় বদলিকে দুর্নীতির জয় বলে আখ্যায়িত করেন। এসময় তারা অনতিবিলম্বে তা প্রত্যাহার করে তাকে স্বপদে বহাল রাখার দাবি জানান।

সাংবাদিক শামস শামীমের পরিচালনায় অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য দেন, বীর মুক্তিযোদ্ধা আবু সুফিয়ান, জেলা জাসদের সাধারণ সম্পাদক এনামুজ্জামান চৌধুরী, দৈনিক সুনামকণ্ঠের সম্পাদক বিজন সেন রায়, জেলা আসকের সভাপতি ফজলুল হক, সুনামগঞ্জ রিপোর্টস ইউনিটি’র সভাপতি লতিফুর রহমান রাজু, জেলা সেচ্ছাসেবক লীগের সভাপতি শোয়েব চৌধুরী, সাধারণ সম্পাদক জুবের আহমেদ অপু, জেলা সেবকের সভাপতি মুজাহিদুল ইসলাম মজনু, জেলা কৃষকলীগের সদস্য সচিব বিন্দু তালুকদার, রিপোর্টস ইউনিটির সাধারণ সম্পাদক এমরানুল হক চৌধুরী, শিক্ষক নেতা হারুনুর রশিদ, সুনামগঞ্জ প্রেসক্লাবের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহমুদুর রহমান তারেক, আহমেদ মুজতাবা রাজি, বিএমএ এর সাংগঠনিক সম্পাদক ডা. সৈকত দাশ, জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ফারুক আহমেদ সুজন, জেলা বঙ্গবন্ধু আইন ছাত্র পরিষদের সভাপতি নূর মোহাম্মদ স্বজন প্রমুখ।