দোয়ারায় অস্ত্রসহ গ্রেফতার ৩

 

ডেস্ক রিপোর্ট:

র‌্যাব-৯ এর একটি দল ২৮ জানুয়ারি বিকেলে সুনামগঞ্জ জেলার দোয়ারাবাজার এলাকায় অভিযান চালিয়ে একটি বিদেশি রিভলবারসহ তিন ব্যক্তিকে গ্রেফতার করেছে।

গ্রেফতারকৃতরা হলো দোয়ারাবাজার থানার কলাউড়া গ্রামের মৃত আবদুল হামিদের পুত্র সৈয়দ হোসেন ও ফারুক হোসেন এবং ফিরোজ আলীর পুত্র নবিল হোসেন।

মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার মো. সামিউল আলম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয় মেজর মো. শওকাতুল মোনায়েম ও এএসপি নাহিদ হাসানের নেতৃত্বে স্থানীয় পাইকপাড়া রাশিদ আলী মেমোরিয়েল গার্লস হাইস্কলের সামনে ওই অভিযান চালানো হয়। অস্ত্রসহ আটককৃতদের দোয়ারাবাজার থানায় হস্তান্তর করা হয়েছে।