ছাতকে অস্ত্রসহ গ্রেফতার ১

 

ডেস্ক রিপোর্ট:

র‌্যাব-৯ এর একটি দল ২৮ জানুয়ারি বিকেলে সুনামগঞ্জ জেলার ছাতকে অভিযান চালিয়ে বিদেশি রিভলবারসহ এক ব্যক্তিকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত মো. আবদুল হান্নান দোয়ারাবাজার থানার উত্তর কুলাউড়া গ্রামের মো. ফকু মিয়ার পুত্র।

মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার মো. সামিউল আলম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয় মেজর মো. শওকতুল মোনায়েম ও এএসপি নাহিদ হাসানের নেতৃত্বে ছাতকের লাফার্জ পয়েন্টে অভিযান চালিয়ে অস্ত্রসহ ওই ব্যক্তিকে গ্রেফতার করেছেন। অস্ত্রসহ মান্নানকে ছাতক থানায় হস্তান্তর করা হয়েছে।