তাহিরপুরে শীতের প্রকোপে প্রাণ হারিয়েছেন এক বৃদ্ধ

admin
প্রকাশিত জানুয়ারি ২৭, ২০২০
তাহিরপুরে শীতের প্রকোপে প্রাণ হারিয়েছেন এক বৃদ্ধ

 

ডেস্ক রিপোর্ট:

সুনামগঞ্জের তাহিরপুরে তীব্র শীতের প্রকোপে শ্রী পবিত্র সরকার ওরফে খোকা সরকার নামে ৬০ বছর বয়সী এক বৃদ্ধ মারা গেছেন। খোকা উপজেলার বড়দল দক্ষিণ ইউনিয়নের টাকাটুকিয়া কান্দাপাড়া গ্রামের প্রয়াত শ্রী পরেশ সরকারের ছেলে। ২৬ জানুয়ারি বিকেলে গ্রামের কাকাতুয়া নদীর তীর সংলগ্ন শ্মশানঘাটে তার অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হয়।

পরিবার ও গ্রামবাসী জানান, রাতভর তীব্র শীতের প্রকোপ সইতে না পেরে রোববার সকাল ৯টায় তিনি নিজ বসতঘরেই মৃত্যুর কোলে ঢলে পড়েন।

প্রয়াত খোকা সরকারের স্ত্রী সন্ধ্যা রাণী সরকার (৫৫) জানান, সামর্থ্য না থাকায় প্রায় গত এক মাস আমার স্বামী বিভিন্ন প্রতিষ্ঠান ও ব্যক্তি বিশেষের নিকট বারবার ধরনা দিয়েছেন নিজের ও পরিবারের সদস্যদের শীত নিবারণের জন্য একটি কম্বল বা গরম কাপড় প্রাপ্তির আশায়। কিন্তু কোনো সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, জনপ্রতিনিধি কিংবা সমাজের কোন বিত্তবানের নিকট থেকে সেই কম্বল বা গরম কাপড় পাওয়া যায়নি।

উপজেলার টাকাটুকিয়া গ্রামের বাসিন্দা দেবল সরকার জানান, খোকা সরকারের পরিবারটি চরম দারিদ্রসীমার নিচে বসবাস করে আসছেন। আমাদের জানামতে দীর্ঘদিন অসুস্থ থাকার পর অর্থের অভাবে তিনি নিজের চিকিৎসাটুকু করাতে পারেননি। শেষ অবধি শীতের প্রকোপে তিনি মৃত্যুবরণ করেন।