জগন্নাথপুরের পৌর মেয়র মনাফ আর নেই

 

ডেস্ক রিপোর্ট:

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ও জগন্নাথপুর পৌরসভার মেয়র আবদুল মনাফ (৬৭) আর নেই।

শনিবার (১১ জানুয়ারি) যুক্তরাজ্যের ব্রাইটনে নিজ বাসায় স্থানীয় সময় সাড়ে ৯টায় তিনি ইন্তেকাল করেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)

আওয়ামী লীগের প্রবীণ এ নেতার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান এমপিসহ আওয়ামী রাজনৈতিকতে সম্পৃক্ত নেতৃবৃন্দরা।

সুনামগঞ্জ-৩ আসনের এ সাংসদ ছাড়াও শোক প্রকাশ করেছেন সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগ সভাপতি মতিউর রহমান, সহসভাপতি প্রবীণ রাজনীতিবিদ সিদ্দিক আহমদ, যুক্তরাজ্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুক, সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ব্যারিষ্টার এম এনামুল কবির ইমন, সহ সভাপতি জেলা পরিষদের চেয়ারম্যান নুরুল হুদা মুকুট, সদস্য মাহতাব উল হাসান সমুজ, নুরুল ইসলাম, তৈয়ব মিয়া কামালী, সিরাজুল ইসলাম, জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আকমল হোসেন, সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু, সহ-সভাপতি আবদুল কাইয়ুম মশাহিদ, সিরাজুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক বদরুল ইসলাম, মুক্তাদীর আহমদ মুক্তা, জয়দ্বীপ সুত্রধর বীরেন্দ্র, সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের সভাপতি দীপঙ্কর কান্তি দে, সাধারণ সম্পাদক আশিকুর রহমান রিপন, উপজেলা ছাত্রলীগের সভাপতি সাফরোজ ইসলাম মুন্না।

নেতৃবৃন্দ বিদেহী আত্মার শান্তি কামনা করে শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।