সেলেনা কুশ্রী তারকা!

অনলাইন ডেস্ক :

বিতর্কিত ডিজাইনার স্টেফানো গাব্বানা। সামাজিক যোগাযোগ মাধ্যমে কটু মন্তব্য পোস্ট করার জন্য কুখ্যাতি রয়েছে তার! তিনি ডলস অ্যান্ড গাববানার মত বিলাসবহুল ফ্যাশন হাউসের সহ-প্রতিষ্ঠাতা এবং একজন প্রভাবশালী ডিজাইনারও বটে। এ ডিজাইনারের ব্যক্তিগত অ্যাকাউন্টে এক মিলিয়নেরও অধিক ফলোয়ারস রয়েছে এবং ‘অনলাইন বিতর্কের রাজা’হিসেবে পরিচিতি লাভ করেছেন।

যাই হোক, অনেক মিডিয়া প্রকাশনা, ব্র্যান্ড এবং মিলে সাইরাস এর মতো তারকাও তার বিরুদ্ধে দৃঢ় মতামত প্রকাশ করেছেন। সম্প্রতি তার নিশানার শিকার হয়েছেন এসময়ের জনপ্রিয় গায়িকা সেলেনা গোমেজ। যার অনলাইন ভক্তসংখ্যা অগণিত। তিনিই একমাত্র তারকা যার ইনস্ট্রাগ্রাম ও অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ১৩৮ মিলিয়নেরও বেশি ফলোয়ারস রয়েছে।

কয়েকদিন আগে, ক্যাটওয়াক ইতালিয়া তাদের ইনস্ট্রাগ্রাম অ্যাকাউন্টে লাল আউটফিট পরিহিত সেলেনার একটি কোলাজ পোস্ট করেন। স্টেফানো তার ‘ই প্রোপিও ব্রাত্তা’র মত বিদ্বেষপূর্ণ মন্তব্য দিয়ে সবাইকে আশ্চর্যান্বিত করে তুলেন।

যার অর্থ ‘ তিনি সত্যিই কুশ্রী ‘। পরে তিনি একটি মন্তব্যে তাকে পমেরেনিয়ান কুকুরের সঙ্গে তুলনা করেন। আর এভাবেই এক কিশোর এ মন্তব্যের জবাব দেন ‘ হা হা হা এটি সত্য’।