সিলেটে করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে,মৃত্যুর মিছিলে আর ও ৫ জন

সিলবাংলা ডেস্ক ঃসিলেটে করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে। গত জুন মাস থেকেই থেকে করোনায় শনাক্ত, মৃত্যু বাড়ছে। কমেছে সুস্থতার হারও। করোনার উর্ধ্বগতির সাথে সাথে কোভিড হাসপাতালগুলোতেও ভিড় বাড়ছে। এমন অবস্থায় রোগীদের চাপ সামলাতে হিমশিম খাচ্ছে হাসপাতালগুলো। এদিকে সিলেটের অধিকাংশ হাসপাতালে খালি নেই আইসিইউ শয্যা। সেই সাথে রয়েছে অক্সিজেনের সংকট।

 

গত ২৪ ঘণ্টায় সিলেটে আরও ৫ জনের মৃত্যু হয়েছে। আক্রান্ত হয়েছেন আরও ৩৭৫ জনের।একই সময়ে চিকিৎসা নিয়ে সুস্থ হয়েছেন ২৯৩ জন।

 

সোমবার (১২ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালক ডা. সুলতানা রাজিয়া স্বাক্ষরিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

 

প্রতিবেদনে বলা হয়, সিলেটে ২৪ ঘন্টায় করোনা আক্রান্ত হয়েছেন ৩৭৫ জন। তারমধ্যে সিলেটের ২০২ জন।সুনামগঞ্জে ৪৪ জন, হবিগঞ্জে ৪০ জন, মৌলভীবাজারে ৩০ জন ও সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আরও ৫৯ জন।

 

এ নিয়ে সিলেট জেলায় করোনা আক্রান্ত হয়েছেন ১৭ হাজার ২৭৭ জন, সুনামগঞ্জে ৩ হাজার ৩৭৪ জন, হবিগঞ্জে ৩ হাজার ২১০ জন ও মৌলভীবাজারে ৩ হাজার ৬৯১ জন।

 

গেল ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন ২৯৩ জন। এরমধ্যে সিলেট জেলার ২০৩ জন, সুনামগঞ্জে ৩০ জন, হবিগঞ্জে ৩৬ ও মৌলভীবাজারে আরও ২৪ জন রয়েছেন।

 

এ নিয়ে সুস্থ হওয়ার সংখ্যা দাঁড়ালো ২৫ হাজার ১৬৫ জন। এর মধ্যে সিলেট জেলার ১৭ হাজার ২৬০ জন। এছাড়া এখন পর্যন্ত সুনামগঞ্জে ২ হাজার ৯০৫ জন, হবিগঞ্জে ২ হাজার ১৬৮ জন ও মৌলভীবাজারে ২ হাজার ৮৩২ জন সুস্থ হয়েছেন।

 

গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে ৫ জনের প্রাণহানী হয়। এরমধ্যে সিলেটের ২ জন, সুনামগঞ্জের ২ জন ও হবিগঞ্জের আরও ১ জনের প্রাণহানী হয়।

 

গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ৯২ জন করোনা আক্রান্ত রোগী। এরমধ্যে সিলেটের ৩৭ জন, মৌলভীবাজারের আরও ১৯ জন রয়েছেন।

 

ফলে সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৩৫০ জন। এরমধ্যে সিলেট জেলায় ২৬৭ জন। এরমধ্যে সুনামগঞ্জে ৩৩ জন, হবিগঞ্জে ৭ জন ও মৌলভীবাজারে আরও ৪৩ জন।,,,,,,, হাবিবা আক্তার জেছি ///