প্রকাশ পেল মিস্টার বাংলাদেশের ‘তুমি যে আমার’ (ভিডিও)

অনলাইন ডেস্ক :

‘একজনের প্রতিশোধ দেশের প্রতিবাদ’ এ মূলমন্ত্রকে সামনে রেখে জঙ্গিবাদবিরোধী অবস্থান নিয়ে নির্মিত হয়েছে চলচ্চিত্র ‘মিস্টার বাংলাদেশ’।

ছবিটিতে প্রধান ভূমিকায় অভিনয় করেছেন ‘জাগো’ ছবির নির্মাতা খিজির হায়াত খান। তার বিপরীতে রয়েছেন লাক্স তারকা শানারেই দেবী শানু।

রোববার প্রকাশিত হয়েছে ছবিটির প্রথম গান। কুমার বিশ্বজিতের কণ্ঠে গানটির শিরোনাম ‘তুমি যে আমার’।

বঙ্গ বিডির ইউটিউব থেকে প্রকাশিত হয় গানটি। এর সুর ও সঙ্গীত পরিচালনা করেছেন নাজমুল আবেদীন আবির। গানটি ছবিটির প্রযোজক ও নায়ক খিজির হায়াত খান নিজেই লিখেছেন।

গানটি প্রসঙ্গে কুমার বিশ্বজিৎ বলেন, ‘এর আগে আমি হায়াতের সঙ্গে জাগো সিনেমাতে কাজ করেছিলাম। এ ছবিটির গানটি করার সময়ও মনে হয়েছে ভালো কিছু হবে। আমার প্রত্যাশা বিফলে যাবে না। আশা করি এ গানটিও দশক ও শ্রোতাপ্রিয় হবে।

গানের কথা নিয়ে খিজির হায়াত খান বলেন, ‘একটি ভালোবাসার গান লেখার চেষ্টা করেছি মাত্র। বলতে চেয়েছি একটি ভালোবাসার মানুষের মনের কথা। এটি মিস্টার বাংলাদেশের প্রথম গান হিসেবে সবার সামনে এসেছে। এরপর আরও কিছু গান প্রস্তুত আছে দর্শকদের জন্য। আশা করি সব গানই তাদের হৃদয়ছুঁয়ে যাবে।’

জুলাইয়ের ২০ তারিখ বড় পর্দায় ‘মিস্টার বাংলাদেশ’ মুক্তির সম্ভাবনা রয়েছে। সিনেমাটি পরিচালনা করেছেন আবু আকতারুল ইমান। কাহিনী ও চিত্রনাট্য যৌথভাবে লিখেছেন খিজির হায়াত খান ও হাসনাত পিয়াস।

কেএইচকে প্রোডাকশনের ব্যানারে ছবিতে অন্যদের মধ্যে অভিনয় করছেন টাইগার রবি, শাহরিয়ার সজিব, শামীম হাসান সরকার, মেরিয়ান, সোলাইমান সুখন, হামিদুর রহমান ও জুবায়ের জুনায়েদ।

https://www.youtube.com/watch?v=0k5caXv9ZHU