শুটিং ও নামাজ একসঙ্গেই হলো সিয়ামের!

 

অনলাইন ডেস্ক

পরিচালক রায়হান রাফীর চতুর্থ সিনেমা ‘ইত্তেফাক’ এর শুটিং চলছে সিলেটে। সেখানে একটি নামাজের দৃশ্যে অভিনয় করেছেন সিয়াম আহমেদ। পরে জানা গেছে, শুটিং হলেও প্রকৃত পক্ষে নামাজই পড়েছিলেন এই অভিনেতা!

এ বিষয়ে পরিচালক জানান, শুটিংয়ের এই দৃশ্যে সত্যিই নামাজ পড়েছেন সিয়াম।