দাউদের সঙ্গে অনিল কাপুড়ের ছবি! ক্ষেপে গেলেন সোনাম

 

ডেস্ক রিপোর্ট:

দিল্লির জামিয়া মিলিয়া ইসলামিয়া বিশ্ববিদ্যালয় ও শাহিনবাগে গুলির ঘটনায় প্রতিবাদ জানাতে শুরু করেছেন বলিউড অভিনেত্রীরা। স্বরা ভাস্বর ও অনুরাগ কাশ্যপের এপর সেই প্রতিবাদে শামিল হয়েছেন সোনম কাপুর।-খবর জি নিউজের

কিন্তু প্রতিবাদের জেরে পাল্টা আক্রমণের শিকার হতে হয়েছে অনিল কাপুর কন্যাকে। হিন্দুত্ববাদী বিজেপির সমর্থকরা প্রশ্ন রাখছেন, অনিলকে কেন দাউদ ইব্রাহিমের সঙ্গে দেখা যাচ্ছে?

তবে জবাব দিতে গিয়ে ক্ষেপে গেছেন ভিরে দ্য ওয়েডিং অভিনেত্রী। রাগ প্রকাশ করে তিনি বলেন, যে ছবি ছড়িয়ে দিয়ে অনিল কাপুরের সঙ্গে দাউদ ইব্রাহিমের সম্পর্ক স্থাপনের চেষ্টা করা হচ্ছে, আদতে তার কোনও ভিত্তি নেই।

সোনম জানান, সেদিন ক্রিকেট ম্যাচ দেখতে মাঠে ছিলেন অনিল কাপুর। রাজ কাপুর এবং কৃষ্ণা রাজ কাপুরের সঙ্গে ওইদিন মাঠে গিয়েছিলেন তিনি।

কিন্তু হঠাৎ করেই অনিলের ছবি উঠে আসে ভারতীয় গণমাধ্যমে। দাউদের পাশে দাঁড়িয়ে আছেন তিনি, তা নিজে খেয়ালই করেননি অনিল। দাউদ ইব্রাহিমের সঙ্গে তার বাবার ছবি সম্পাদনা করে যুক্ত করে দেয়া হয়েছে বলে দাবি করেন সোনম।