কাশ্মীরি সিনেমা দেখে কেঁদে ফেললেন লালকৃষ্ণ আদভানি (ভিডিও)

 

অনলাইন ডেস্ক

কাশ্মীরি পণ্ডিতদের নিয়ে বিধু বিনোদ চোপড়ার নির্মিত ছবি ‘শিকারা’ দেখতে গিয়ে কাঁদলেন বিজেপি দলের অন্যতম প্রতিষ্ঠাতা লালকৃষ্ণ আদভানি।

সিনেমা হলে আদভানির আবেগতাড়িত সেই কান্নার ভিডিও নিজের ইনস্টাগ্রামে শেয়ার করেছেন ছবির পরিচালক।

বিধু বিনোদ চোপড়ার শেয়ার করা ভিডিওতে দেখা গেছে, ছবি শেষ হলে পরিচালক নিজেই ছুটে গেছেন আদভানির কাছে। দেখা গেল আদভানির চোখ ছলছল করছে। কোনোরকমে সেই কান্নাকে চেপে রাখার প্রাণপণ চেষ্টা করছেন তিনি। বাবা কান্না দেখে মেয়ে প্রতিভা আদভানিও কেঁদে ফেলেন।

ভিডিওটি পোস্ট করে বিধু বিনোদ চোপড়া লিখেছেন, লালকৃষ্ণ আদভানির প্রশংসা ও আর্শীবাদ পেয়ে আমরা ধন্য।

ভিডিওটি দেখুন –

উল্লেখ্য, শুক্রবার ভারতের বিভিন্ন প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে শিকারা। ১৯৯০ সালের কিছু আগে কাশ্মীরি পণ্ডিতদেরই উপত্যকা ছেড়ে চলে যাওয়ার ঘটনাকে কেন্দ্র করে ছবিটি নির্মিত। ছবিতে মূখ্য ভূমিকায় অভিনয় করেছেন আদিল খান ও সাদিয়া।

প্রসঙ্গত, কাশ্মীরি পণ্ডিতদের উপত্যকা থেকে ঘরছাড়ার করার ইতিহাসকে নিজেদের রাজনৈতিক লড়াইয়ের এজেন্ডা করে এসেছে বিজেপি। সে লড়াইয়ে অন্যতম ভূমিকা রেখেছেন লালকৃষ্ণ আদাভানি। তবে বর্তমানে নিজের দলে তেমন কোনো ক্ষমতা দেখাতে পারছেন না এই প্রবীণ নেতা।