সুচিত্রার সেনের পাবনায় ‘বসন্ত বিকেল’

 

ডেস্ক রিপোর্ট

শনিবার এফডিসির ক্যান্টিনের সামনে জাঁকালো আয়োজনে অনুষ্ঠিত হলো নতুন ছবি বসন্ত বিকেলের মহরত। ছবিটি পরিচালনা করবেন রফিক শিকদার। এতে নায়ক ত্রিভূজ প্রেমের এই ছবিটিতে অভিনয় কররবেন শিপন মিত্র, তানভীর তনু ও সুবহা। মহরতে হাজির ছিলেন তারাও।

মহরতেই জানানো হলো ছবিটির শুটিং হবে মহানায়িকা সুচিত্রা সেনের স্মৃতিবিজড়িত পাবনা শহর। যদিও ছবিটির গল্পের সঙ্গে সুচিত্রা সেনের কোন সম্পর্ক নেই। তবুও মহরতে উল্লেখ করা হলো সুচিত্রা সেনের সম্মানেই পাবনায় শুটিং হবে ছবিটির।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি শামসুল হক টুকু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবনা-২ আসনের সাংসদ আহমেদ ফিরোজ কবির, পাবনা-৫ আসনের সাংসদ খোন্দকার গোলাম ফারুক।

ছবি প্রসঙ্গে রফিক সিকদার বলেন, ‘মহানায়িকা সুচিত্রা সেনের স্মৃতিবিজড়িত পাবনা শহরকে কেন্দ্র করে চলচ্চিত্রের কাহিনি নির্মিত হয়েছে। এই শহরের শৈশব হতে বেড়ে ওঠে মুসলিম ধর্মাবলম্বী রুদ্র ও হিন্দু ধর্মাবলম্বী চন্দ্রাবতী। পরিণত বয়সে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অবস্থায় তাদের প্রণয় হয়, যার সমাপ্তি ঘটে বিয়োগান্তক পরিস্থিতিতে।’

জমকালো এ মহরতে চলচ্চিত্র পরিচালক সমিতির সভাপতি মুশফিকুর রহমান গুলজার, প্রযোজক সমিতির সভাপতি খোরশেদ আলম খসরু, চলচ্চিত্র পরিচালক সমিতির মহাসচিব বলিউল আলম খোকনসহ অনেকেই উপস্থিত ছিলেন।

ছবির কাহিনি ও চিত্রনাট্য লিখেছেন নির্মাতা রফিক শিকদার। প্রযোজনা করছেন সামসুজ্জামান রিমন।