রাজনগরে সন্ত্রাসী হামলায় শিশুসহ আহত ৮

রাজনগরে সন্ত্রাসী হামলায় শিশুসহ আহত ৮

raznagor.pic.2
মৌলভীবাজার প্রতিনিধি : রাজনগরে ছোয়াবালী গ্রামে পৃর্ব শক্রতার জের ধরে সন্ত্রাসী হামলায় ২ বছরের শিশু সন্তানসহ ৮ জন আহত হওয়ার সংবাদ পাওয়া গেছে।
এ ঘটনায় ১নং ফতেপুর ইউপি মোঃ আব্দুল কাদির বাদী হয়ে একই এলাকার কাইয়ুম মিয়া (২২), রাইমা বেগম (২০), আনছ আলী (২২), নুর মিয়া (৫০), মালিক মিয়া (৪০), এখলাছ মিয়া (৪৫), করিম আলী (১৮), ইউনুছ মিয়া (২৪)সহ অপ্সাতনামা ২/৩জনকে আসামী করে রাজনগর থানায় মামলা (নং-০৭, তারিখ ঃ ০৫/০৪/২০১৮ইং) দায়ের করেছেন।
গত ৫ এপ্রিল সকাল সাড়ে ১০টার দিকে সন্ত্রাসীরা হামলা চালায়। হামলায় গুরুতর আহত হন ফজির আহমদ (৩২), জোসনা বেগম (২৮), স্কুল শিক্ষিকা স্বপ্না বেগম (২২), সুনারা বেগম (৩০), লীলজান বেগম (৫৫), আব্দুল কাদির, আফাজ মিয়া (৩০), শেভী বেগম (২৮), ও ২ বছরের শিশু সন্তান আহসান হাবিব।

আশাপাশের লোকজন তাদেরকে আহত অবস্থায় উদ্ধার করে রাজনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্য্রে ও মৌলভীবাজার সদর হাসপাতালে ভর্তি করেন।