ঋত্বিকের প্রশংসায় মেতেছেন জ্যোতি

 

ডেস্ক রিপোর্ট:

কলকাতার অভিনেতা ঋত্বিক চক্রবর্তীর প্রশংসায় মেতেছেন বাংলাদেশি অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি। যেখানে যাচ্ছেন সেখানেই ঋত্বিককে প্রশংসায় ভাসাচ্ছেন। ভাসাবেনই বা না কেন। ঋত্বিক যে তার সহ-অভিনেতা। কলকাতার পরিচালক প্রদীপ্ত ভট্টাচার্যের ‘রাজলক্ষ্মী ও শ্রীকান্ত’ ছবিতে জুটি বেঁধে অভিনয় করেছেন তারা। এটি জ্যোাতি অভিনীত প্রথম ভারতীয় ছবি। অভিষেকেই নায়ক ঋত্বিক। তাইতো সবখানেই তার বন্দনা।

সেই ধারাবাহিকতায় সম্প্রতি দেয়া একটি সাক্ষাৎকারেও ঋত্বিককে নিয়ে কথা বলেন জ্যোতি। জানান তাদের সম্পর্ক কেমন। অভিনেত্রী বলেন, ‘আমার ও ঋত্বিকদার খুব ভালো বন্ধুত্ব। আর দশটা সাধারণ ছেলের মতোই তার ব্যবহার। তিনি যে একজন বড় তারকা সেরকম কোনো আচরণই দেখিনি। তাতেই আমার ৭০ ভাগ ভয় কেটে যায়। শুটিং শুরুর এক বছর আগে থেকে আমরা একসঙ্গে আড্ডা ও ঘোরাঘুরি শুরু করি। এর ফলে আমাদের বেশিরভাগ শট এক টেকে হয়ে যায়।’

এর আগে দেয়া একটি সাক্ষাৎকারে জ্যোতি বলেন, ‘ছবির কথাবার্তা শুরুর পর একদিন ঋত্বিকদা আমাকে ফেসবুকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠান। প্রথমে তো বিশ্বাস করতে পারিনি। জিজ্ঞেস করি, এটা কি আপনার আইডি? ঋত্বিকদার জবাব, নকলরাও তো নিজেদের আসল বলে। তার পরই বুঝেছিলাম, এটা ঋত্বিকদারই আইডি। তাকে প্রথমবার সরাসরি দেখে তো আকাশ থেকে পড়েছিলাম। এত বড় একজন তারকা কী করে এতটা সিম্পল হতে পারেন! কোনো ইগো নেই। তাই কাজের ক্ষেত্রেও নার্ভাস লাগেনি।

প্রসঙ্গত, মহালয়ার দিনে কলকাতার ৩০টি হলে মুক্তি পাচ্ছে জ্যোতিকা জ্যোতির প্রথম ভারতীয় ছবি ‘রাজলক্ষ্মী ও শ্রীকান্ত’। এতে ঋত্বিক চক্রবর্তী ছাড়াও আছেন রাহুল ব্যানার্জী। ময়মনসিংহের মেয়ে জ্যোতির মামাবাড়ি কলকাতায়। অভিনেত্রী জানান, ছবির কাজের সূত্রে ২৫ বছর পর মামাবাড়িতে যান তিনি। জ্যোতি আরও জানান, ‘রাজলক্ষ্মী ও শ্রীকান্ত’-এর জন্য নাকি দেড় বছর ধরে তিনি নিজেকে তৈরি করেছেন। উচ্চারণে মনযোগ দিয়েছেন, নিয়েছেন ক্ল্যাসিক্যাল নাচের তালিম।