জয়া আহসান ভূতপরী

admin
প্রকাশিত সেপ্টেম্বর ৮, ২০১৯
জয়া আহসান ভূতপরী

 

ডেস্ক রিপোর্ট:

বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের দর্শকদের অভিনয় দিয়ে মুগ্ধতা ছড়িয়ে যাচ্ছেন জয়া আহসান। দেশের পাশাপাশি কলকাতার ছবিতেও নিয়মিত অভিনয় করছেন তিনি। সে ধারাবাহিকতায় কিছুদিন আগে কলকাতার নতুন একটি ছবিতে যুক্ত হন জয়া। ছবির নাম ‘ভূতপরী’। এই ছবিতে জয়া আহসান ভূতও আবার পরীও!

সম্প্রতি ভূতপরীর শুটিং শুরু করেছেন জয়া। শুটিংয়ের একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট করেছেন তিনি। ক্যাপশনে লিখেছেন, ‘লালমাটি, কালিকাপুর গ্রাম ও ভূত পরীর বনলতা’।

ভারতীয় গণমাধ্যম সংবাদ প্রতিদিন এই ভূতপরী নিয়ে প্রতিবেদনে জানায়, বোলপুর থেকে ৩২ কিলোমিটার দূরের একটি গ্রাম কালিকাপুর। গ্রামের মধ্যে বিশাল বাড়ি। সাড়ে তিন শ বছর আগে জমিদার পরমানন্দ রায় বাড়িটি তৈরি করেন। জমিদারবাড়ির সেই জৌলুশ আর নেই। চুন–সুরকি খসে পড়েছে। উঁকি মারছে ইট–কাঠ–পাথর। এই বাড়িতেই ‘ভূত পরী’ ছবির শুটিং হচ্ছে।

পুরোনো এই বাড়িতে এর আগে পাঁচবার গেলেও শুটিংয়ের এবারই প্রথম যাওয়া বলে জানালেন জয়া আহসান। ছবিটিতে জয়া আহসানের চরিত্রের নাম বনলতা। ছবিটি যেহেতু ভুতের জয়া আহসান তবে কী ভূত বিশ্বাস করেন? বললেন, ‘আলোয় যেমন জীবজন্তু, মানুষ, গাছপালা থাকে; তেমনি অন্ধকারেও এমন কিছু থাকে, যারা কাউকে বিরক্ত করে না। মানুষের সঙ্গে সহাবস্থান করে। এটা বিশ্বাস করতে কোনো অসুবিধা নেই।’ আর ভয় নিয়ে বললেন, ‘ভয় ব্যাপারটা কেটে গেছে। আগে সাপখোপে ভয় পেতাম, এখন তা–ও পাই না।’

নিজের গল্পে ছবিটি পরিচালনা করছেন সৌকর্য ঘোষাল। এর আগে ছবিটির পোস্টার প্রকাশ করেন পরিচালক। সেই পোস্টারে নে পাখাযুক্ত পরী বেশে হাজির হয়েছেন জয়া আহসান। নির্মাতা সৌকর্য ঘোষাল তখন বলেন, এটি হরর ফ্যান্টাসি ঘরানার ছবি। এখানে জয়া আহসানকে ভূতের চরিত্রে দেখা যাবে। তবে ছবিটি ভূতের গল্প হলেও দর্শক এখানে ভিন্নধর্মী গল্প উপভোগ করতে পারবেন। যদিও ছবিতে জয়া আহসানের চরিত্রে কিছু সীমাবদ্ধতা আছে। ভূত বেশে সে কোনো কিছু ধরতে পারে না। এজন্য কারও সাহায্য লাগে। আবার ভূত-পরীর মানুষের মতোই রাগ হয়, হিংসা হয়, সে সেন্টিমেন্টালও হয়ে পড়ে মাঝে মধ্যে। সব মিলিয়ে দর্শক ভিন্ন রূপে জয়াকে আবিস্কার করতে পারবেন।

গল্পে দেখা যাবে, ১৯৪৭ সালে এক মহিলার মৃত্যু হয়েছিল। কিন্তু ঘটনাক্রমে ২০১৯-এ এসে একটি ছোট্ট ছেলের সঙ্গে তার কথা হয়। ওই ছেলেটির সাহায্যেই নিজের মৃত্যুর কথা জানতে পারে সেই ভূতপরী। তবে এই মৃত্যুর মধ্যেই রয়েছে অন্য রহস্য। কারণ, তার মৃত্যু স্বাভাবিক ছিল না, তাকে খুন করা হয়েছিল। পরে সেই ছোট ছেলেটি ভূতপরীকে তার খুনির কাছে পৌঁছে দেবে। এমনই রহস্য ভরা গল্প নিয়ে এগিয়ে যাবে চিত্রনাট্য।

প্রযোজনা করছে সুরিন্দর ফিল্মস। এতে জয়া ছাড়াও আরও অভিনয় করবেন ঋত্বিক চক্রবর্তী, বিশ্বনাথ মুখোপাধ্যায়, সুদীপা চক্রবর্তী, শান্তিলাল মুখোপাধ্যায় প্রমুখ।