সম্পর্ক তো শেষ, মামলার পরিণতি কী?

 

বিনোদন ডেস্ক

২০১৮ সালের ১৭ মে সাবেক স্বামী রাহুল ব্যানার্জীর বিরুদ্ধে আলিপুর আদালতে ডোমেস্টিক ভায়োলেন্সের মামলা করেন অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকার। ইতোমধ্যে সে মামলার ১৫-১৬টি শুনানি হয়েছে। যার মধ্যে আটটিতেই অনুপস্থিত ছিলেন রাহুল ও তার আইনজীবী। এমনকি শুক্রবার ইন্টারিম হিয়ারিংয়েও অনুপস্থিত ছিলেন তারা। যার কারণে পিছিয়ে গেছে শুনানি।

এ ব্যাপারে প্রিয়াঙ্কার আইনজীবী স্মিতেশ চট্টোপাধ্যায়কে বলেন, ‘রাহুলের বিরুদ্ধে ডোমেস্টিক ভায়োলেন্সের মামলা করেছেন প্রিয়াঙ্কা। এই মামলার সঙ্গে খোরপোশও দাবি করা যায়। আমরা সেটাই করেছি। প্রিয়াঙ্কা ও তার একমাত্র ছেলে সহজের জন্য মাসে চার লাখ টাকা করে চাওয়া হয়েছে।

অন্যদিকে প্রিয়াঙ্কার উপস্থিতিতে সহজকে মাসে একবার দেখতে চেয়ে মামলা করেছেন রাহুল। মামলা ফাইল হওয়ার পরে ইন্টারিম হিয়ারিংয়ের জন্য দিন স্থির ছিল। কিন্তু এই হিয়ারিংয়ের জন্য গত এক বছর ধরে রাহুলের আইনজীবী সময় নিয়ে যাচ্ছিলেন আদালতের কাছ থেকে। শুক্রবার সেই হিয়ারিং ছিল। কিন্তু রাহুল উপস্থিত ছিলেন না।

হাজিরা না দেয়া প্রসঙ্গে রাহুল বলেন, ‘আমাকে উকিল যখন হাজিরা দেয়ার কথা বলেছেন তখনই দিয়েছি। তাছাড়া শুক্রবার শুটিংয়ের খুব চাপ ছিল। পরের তারিখে অবশ্যই যাব। হাজিরা না দেয়া মানে বালির মধ্যে মুখ ঢুকিয়ে বলা, ঝড় আসছে না। এভাবে তো পালানো যায় না।’

আটটি শুনানিতে অনুপস্থিতি থাকা প্রসঙ্গে রাহুলের আইনজীবী বলেন, ‘এই তথ্য একেবারেই ঠিক নয়। মামলাটি যখন দায়ের হয় তারা খোরপোশেরও দাবি জানান। তখন আমরা একটা লিখিত স্টেটমেন্ট দিই। ওরা একটা রিপ্লাই করেন। তারপর থেকে কোনো পক্ষই হিয়ারিংয়ের জন্য উদ্যোগী ছিলাম না। অ্যাপিয়ার করে দুপক্ষই ডেট নিয়ে গেছি।’

তিনি আরও বলেন, ‘শুক্রবার প্রিয়াঙ্কাদের পক্ষ থেকে হিয়ারিং করতে চেয়েছিলেন। সেখানে আমরা পিটিশন দিয়ে বলি, সিনিয়র আইনজীবী অসুস্থ হওয়ায় হিয়ারিং করতে পারব না। অন্য ডেট চাই। কোর্ট থেকে তা দেয়া হয়। ডোমেস্টিক ভায়োলেন্স অ্যাক্ট মামলায় ক্লায়েন্ট একবার অ্যাপিয়ার করে গেলে, ইন্টারিম হিয়ারিং হওয়া অবধি ক্লায়েন্টের কোর্টে উপস্থিতির প্রয়োজন নেই।’

এক সঙ্গে ছবিতে কাজ করতে গিয়ে একে-অন্যের প্রেমে পড়েছিলেন কলকাতার জনপ্রিয় জুটি রাহুল ও প্রিয়াঙ্কা। ২০১০ সালে তারা ঘর বাধেন। সংসারে আসে ছেলে সহজ। কিন্তু একপর্যায়ে নানা দাম্পত্য কলহের জেরে ডিভোর্সের পথে হাটেন রাহুল। এর বিপরীতে প্রিয়াঙ্কা করেন ডোমেস্টিক ভায়োলেন্সের মামলা। সেই মামলাই ঝুলছে এক বছরের বেশি সময় ধরে। কিন্তু এ মামলার পরিণতি কী? তা দেখতে অপেক্ষায় দুই তারকার ভক্তরা।