জিতের সঙ্গে নুসরাতের প্রেমকাহিনী

 

অনলাইন ডেস্ক

কলকাতার জনপ্রিয় অভিনেত্রী নুসরাত জাহান এখন লোকসভার সাংসদ। এরই মধ্যে নিজের বিয়ের পর্বটাও সেরে ফেলেছেন তিনি। নিখিল জৈনর সঙ্গে বেশ কাটছে তার সংসার জীবন। কোলসভা নির্বাচন ও বিয়ের অনুষ্ঠানিকাতার কারণে দির্ঘ্য বিরতিতে ছিলেন এই অভিনেত্রী। বিয়ের পর জিতের সঙ্গে আবারো অভিনয়ে ফিরছেন নুসরাত।

‘অসুর’ নামের একটি ছবিতে অভিনয় করতে যাচ্ছেন নুসরাত। ছবিটি নির্মাণ করছেন পাভেল। এখানে নুসরাতের বিপরীতে দেখা যাবে দুই নায়ক জিত ও আবির চ্যাটার্জিকে।

পাভেল জানান, ভাস্কর রামকিঙ্কর বেইজের প্রেক্ষাপটে ছবিটি নির্মাণ করা হবে। রাম কিঙ্কর ছিলেন ভীষণ প্রতিভাবান একজন মানুষ। মানুষ তাকে চিনতে পারেনি। ছবির মাধ্যমে এই শিল্পীর জীবনের লড়াইটা আমি দেখাতে চাই। আগস্ট মাসে শুরু হবে শুটিং।