‘এখন আমি একটি বিড়াল’

 

বিনোদন ডেস্ক

নিত্যনতুন গান দিয়ে ভক্তদের মন্ত্রমুগ্ধ করে রেখেছেন সঙ্গীত তারকা টেইলর সুইফট। কিছুদিন আগে ফোর্বসের আয়ের হিসেবে সব তারকার মধ্যে সেরা হওয়ায় আলোচিত হন তিনি। তবে সম্প্রতি নতুন ঘটনা দিয়ে আবারও আলোচনার মধ্যমণি হলেন সুইফট।

গত বৃহস্পতিবার ক্যাটস নামের একটি ছবির ট্রেইলার প্রকাশ পাওয়ার পর থেকে আলোচনার সূত্রপাত হয়। মিউজিক্যাল এ ছবির ট্রেইলারে হুবহু বিড়ালের বেশে হাজির হয়েছেন টেইলর সুইফট। আর এরপর থেকেই ইন্টারনেট দুনিয়ায় শুরু হয়ে যায় আলোচনা। এদিকে টেইলর টুইট বার্তায় জানান, ‘এখন আমি একটি বিড়াল। এমন ভিন্নরূপে সবাই নিশ্চয়ই একটু অবাক হয়েছেন।’

টি. এস. এলিয়টের কবিতা অবলম্বনে অ্যান্ড্রিউ লয়েড ওয়েবার নির্মাণ করেছেন আইকনিক মিউজিক্যাল অ্যাডাপশন ক্যাটস। মূলত এ ছবিতে টেইলরকে এমন রূপে দেখা যাবে। ছবির প্রথম ট্রেইলারে নির্মাতা পরিচয় করিয়ে দিয়েছেন এর গুরুত্বপূর্ণ চরিত্রগুলোর সঙ্গে। এর মধ্যে রয়েছেন জেনিফার হাডসন, এ ছবিতে যিনি গ্রিজাবেলা চরিত্রে অভিনয় করেছেন। আরও রয়েছেন জুডি ডেঞ্চ, ইদ্রিস এলবা, রেবেল উইলসন ও জেমস করডনের মতো অভিনেতারা। ছবিটি আগামী ২০ ডিসেম্বর মুক্তি দেওয়া হবে।