কোন ক্রিকেটারের সঙ্গে প্রেম করছেন সুনিল শেঠি কন্যা?

 

বিনোদন ডেস্ক

ভারতে ক্রিকেট ও বলিউডের সম্পর্ক অনেক পুরোনো। ক্রিকেটারদের সঙ্গে বলিউড সুন্দরীদের প্রেমও নতুন ঘটনা নয়। এর আগে হরভাজন সিং, যুবরাজ, বিরাট কোহলির প্রেমে হাবুডুবু খেয়েছেন বলিউড তারকারা।

এবার আরেক ক্রিকেটারের প্রেমে পড়ে আলোচনায় এসেছন বলিউডের জনপ্রিয় এক তারকার কন্যা।

এনডিটিভি জানায়, বলিউড তারকা সুনীল শেঠি কন্যা আথিয়া শেঠি। জোর গুঞ্জন শোনা যাচ্ছে, ক্রিকেটার কেএল রাহুলের সঙ্গে আথিয়ার সম্পর্ক নাকি অনেকদূর গড়িয়েছে।

২০১৫ সালে ‘হিরো’ ছবি দিয়ে পর্দায় অভিষেক ঘটে শুরু সুনীল শেঠি কন্যা আথিয়া শেঠি। এরপর থেকেই থেকে নাকি তাদের সম্পর্ক আরও পাকাপোক্ত হয়েছে।

যদিও এই বিশেষ সম্পর্ক নিয়ে টুঁ শব্দ করেননি আথিয়া। এখন তিনি ব্যস্ত তার নতুন ছবি ‘মোতিচুর চাকনাচুর’ নিয়ে।

আরও শোনা যায়, এই সম্পর্কের আগে রাহুল নাকি জড়িয়ে পড়েছিলেন সোনাল চৌহানের সঙ্গে। সেই প্রেম ভাঙতে না ভাঙতেই তার নাম জড়ায় মু্ন্না মাইকেল-এর নায়িকা নিধি আগরওয়ালের সঙ্গে। যদিও পরে এই সম্পর্কের কথা অস্বীকার করেন উভয়েই।