বলিউড অভিনেত্রী আমিশা প্যাটেলের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ

 

অনলাইন ডেস্ক

বলিউডের পরিচিত মুখ আমিশা প্যাটেল। আমিশা ও হৃতিক রোশনের ছবি ‘কহোনা প্যায়ার হ্যায়’ থেকেই তিনি সকলের খুব প্রিয়। মিষ্টি দেখতে এই অভিনেত্রী অনায়াসেই জিতে নেন সকলের মন। এবার তার বিরুদ্ধে প্রতারণার অভিযোগ করলেন প্রযোজক অজয় সিং।

পুলিশে অভিযোগ তিনি জানান, রাচিতে আমিশা তার সঙ্গে এসে দেখা করেন। সেখানে এসে আমিশা ওই প্রযোজকের কাছ থেকে আড়াই কোটি টাকা নেন নিজের প্রোডাকশন হাউসের জন্য। এবং তখন আমিশা চুক্তি করেন তিনি শুধু সমেত টাকা ফেরত দেবেন। এবং ব্যবসার লাভের ভাগও দেবেন। কয়েকদিন আগে একটি চেক পাঠানো হয় আমিশার প্রোডাকশন হাউস থেকে। কিন্তু সেই চেক বাউন্স করে।