নবীগঞ্জে বজ্রপাতে যুবকের মৃত্যু

নবীগঞ্জ প্রতিনিধি :

নবীগঞ্জে উপজেলার পানিউমদা ইউপির বুড়িনাও গ্রামে বজ্রপাতে ছায়েদ মিয়া (২৬) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। জানাযায় বুধবার বিকেল ৫ টার দিকে নিজ কৃষি জমিতে কাজ করছিল ছায়েদ মিয়া ও তার সহকর্মীরা হঠাৎ করে আকাশ কালো হয়ে নেমে আসে ঝড় তার সাথে বজ্রপাত আর সেই বজ্রপাতে আঘাত প্রাপ্ত হয় এবং তার কান দিয়ে রক্ত ক্ষরণ হওয়াতে মাটিতে লুটে পরে সে।

পড়ে তাকে সহকর্মীদের সহযোগিতায় বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পথিমধ্যে তার মৃত্যু হয়। ছায়েদ মিয়ার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে। পানিউমদা ইউপি চেয়ারম্যান ইজাজুর রহমান এ ঘটনা নিশ্চিত করেছেন।