হবিগঞ্জ সংবাদদাতা :
হবিগঞ্জের চুনারুঘাটে অজ্ঞাত এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার দুপুরে উপজেলার সীমান্তবর্তী ফতেহপুরের অদূরে রাবার বাগান এলাকা থেকে আনুমানিক সত্তর বছর বয়সী ওই বৃদ্ধের লাশ উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, শুক্রবার সকালে রাবার বাগানে লাশের গন্ধ পেয়ে লাশটি খুঁজে বের করে। পরে চুনারুঘাট থানায় খবর দেয়। পরে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়।
চুনারুঘাট থানার উপপরিদর্শক (এসআই) সজিব দেব রায় ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।