বৃহস্পতিবার থেকে মৌলভীবাজারে স্মার্ট কার্ড বিতরণ

নিজস্ব প্রতিবেদক:

মৌলভীবাজারে স্মার্ট কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন হয়েছে। ৯ আগস্ট বৃহস্পতিবার থেকে সদর উপজেলার ১২টি ওয়ার্ড ও মৌলভীবাজার পৌরসভায় স্মার্ট কার্ড বিতরণ কার্যক্রম শুরু হবে।

বুধবার (৮ আগস্ট) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে নির্বাচন কমিশনের সাথে স্মার্ট কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে যুক্ত হয় মৌলভীবাজার জেলা। নির্বাচন কমিশনের সাথে মতবিনিময় করেন বিশিষ্টজনেরা।

মৌলভীবাজারের জেলা প্রশাসক তোফায়েল ইসলামের সভাপতিত্বে এ সময় সংসদ সদস্য সৈয়দা সায়রা মহসিন, জেলা পরিষদ চেয়ারম্যান আজিজুর রহমান, জেলা আওয়ামী লীগ সভাপতি নেছার আহমদ, সাধারণ সম্পাদক মিছবাহুর রহমান, পৌর মেয়র ফজলুর রহমান, প্রেসক্লাব সভাপতি ও সাধারণ সম্পাদকসহ বিশিষ্ট নাগরিকদের হাতে স্মার্ট কার্ড তুলে দেয়া হয়।

প্রসঙ্গত, মৌলভীবাজারসহ সারাদেশের ২৭টি উপজেলায় স্মার্ট কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়।