মাধবপুরে পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু

মাধবপুর প্রতিনিধি :

হবিগঞ্জের মাধবপুর উপজেলার বাঘাসুরা ইউনিয়নের কালিকাপুর গ্রামে বাড়ির পাশে পুকুরে ডুবে ২ শিশুর মৃত্যু হয়েছে।

তারা হল ওই গ্রামের রফিক মিয়ার ছেলে শফিক (৫) ও একই গ্রামের ফিরোজ মিয়ার ছেলে ইমান উদ্দিন (৬)।

রোববার দুপুরে এ ঘটনা ঘটে।
এর সত্যতা নিশ্চিত করে মাধবপুর থানার অফিসার ইনচার্জ চন্দন কুমার চক্রবর্তী জানান, রোববার সকালে পরিবারের সদস্যদের অগোচরে ওই ২ শিশু বাড়ির পাশে একটি পুকুরে ডুবে মারা যায়। দুপুরে ২ শিশুর মরদেহ পানি থেকে ভাসা অবস্থায় উদ্ধার করা হয়েছে।