নাসের রহমানের দুসাই হোটেল এন্ড রিসোর্টস নিলামে

ডেস্ক রিপোর্ট :

সাবেক অর্থ ও পরিকল্পনা মন্ত্রী মরহুম এম.সাইফুর রহমানের স্মৃতি বিজড়িত দুসাই হোটেল এন্ড রিসোর্টস লিমিটেড(বাগান বাড়ী)আই এফ আই সি ব্যাংক লিমিটেডের পক্ষ থেকে নিলাম বিজ্ঞপ্তি পত্রিকায় প্রকাশ করা হয়।

নিলাম বিজ্ঞপ্তিতে বলা হয়, দুসাই হোটেল এন্ড রিসোর্টস লিমিটেডের ব্যব্স্থাপনা পরিচালক এম নাসের রহমান ৮৭ কোটি ৫৬ লক্ষ ১৭ হাজার ৮শত ৬২ টাকা ৭০ পয়সা সুদসহ আদায়ে বর্ণিত সম্পত্তি আগামী ২৭ জুলাই ২০১৮ ইং তারিখে দুপুর সাড়ে ১২টায় আই এফ সি ব্যাংক লিমিটেড প্রিন্সিপাল শাখা ৬১ পুরানা পল্টন দরপত্র সমূহ খোলা হবে।