রাজনগরে ট্রাক চালকের মরদেহ উদ্ধার

রাজনগর প্রতিনিধি :

মৌলভীবাজারের রাজনগর উপজেলার মটুকপুর গ্রাম থেকে এক যুবকের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।

এ ঘটনায় নিহতের বাবা বাদি হয়ে রাজনগর থানায় অপমৃত্যুর মামলা দায়ের করেছেন। ময়নাতদন্ত শেষে মৃতদেহ নিহতের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার উত্তরভাগ ইউনিয়নের মটুকপুর গ্রামের ছনই মিয়ার ছেলে ট্রাক চালক আব্দুল আহাদ বুধবার দিনগত রাত ২ টার দিকে তার মাকে জানিয়ে ঘরের বাইরে বের হন। এসময় তিনি মাকে ঘুমিয়ে যেতে বলেন। পরে তিনি বাড়ি ফিরেছেন কিনা তার পরিবারের কেউ খেয়াল করেননি। ভোরে তার মা ফজরের নামায পড়তে ঘুম থেকে উঠে তাদের বসত ঘরের বারান্দায় গেলে আহাদের নিথর দেহ পড়ে থাকতে দেখেন।

পরিবারের লোকজন এঘটনা স্থানীয় চেয়ারম্যান শাহ শাহিদুজ্জামান ছালিককে জানালে তিনি রাজনগর থানার পুলিশকে বিষয়টি অবগত করেন। খবর পেয়ে পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে পাঠায়।

রাজনগর থানার উপ-পরিদর্শক (এসআই) আবুল কালাম বলেন, নিহতের মা বলেছেন বারান্দায় লাশ পড়েছিল। তবে আমরা লাশ তার ঘরের মেঝেতে পেয়েছি। নিহতের বাবা রাজনগর থানায় অপমৃত্যুর মামলা করেছে। এটা হত্যা না আত্মহত্যা তা রিপোর্ট পেলে জানা যাবে।