জুড়ীতে জলাবদ্ধতা নিরসনে জনতার পদক্ষেপ

রাহেলা সিদ্দিকা, মৌলভীবাজার:

মৌলভীবাজারের জুড়ী উপজেলা ভবনের সন্নিকটে জুড়ী নাইট চৌমুহনা, উপজেলা চত্ত¡র ও কন্টিনালা ব্রিজ পর্যন্ত এলাকায় দীর্ঘদিন থেকে জলাবদ্ধতা বিরাজমান থাকায় এলাকাবাসীর ভোগান্তির শেষ ছিল না। বিশেষ করে চৌমুহনা এবং উপজেলা চত্ত¡রের সম্মুখের সড়কটি অল্প বৃষ্টিতেই জলাবদ্ধতা সৃষ্টি হয়ে যান চলাচলের অনুপযোগী হয়ে পড়ে।

এলাকাবাসী এ নিয়ে উদ্বেগ প্রকাশ করে স্থানীয় জায়ফরনগর ইউপি চেয়ারম্যান হাজী মাছুম রেজার নিকট এর প্রতিকার চান। এলাকাবাসীর অভিযোগ ছিল অপরিকল্পিতভাবে পানি নিষ্কাশনের ব্যবস্থা না রেখেই স্থানীয় বাসিন্দারা ঘর বাড়ী পাকা বিল্ডিং তৈরি করেছে। যার ফলে বর্ষার পানি জমাট হয়ে জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে।

p- 2
এলাকাবাসীর অভিযোগ পেয়ে ইউপি চেয়ারম্যান বিষয়টি নিয়ে উপজেলা প্রশাসনের কর্মকর্তাদের সাথে ২০ জুন এক মতবিনিময় সভা করেন। মতবিনিময় সভার সিদ্ধান্ত গৃহিত হয় যে কোন মূল্যে এই জলাবদ্ধতা নিরসন করতে হবে। সিদ্ধান্ত বাস্তবায়নে ২১ জুন সকাল ১১ টায় জুড়ী উপজেলা পরিষদ চেয়ারম্যান গুলশান আরা চৌধুরী মিলি, জুড়ী উপজেলা নির্বাহী অফিসার অসীম চন্দ্র বনিক, জুড়ী থানার অফিসার ইনচার্জ মো. জালাল উদ্দিন, জায়ফরনগর ইউপি চেয়ারম্যান হাজী মাছুম রেজা, সড়ক ও জনপদ বিভাগের জুড়ীর দায়িত্বশীল উপসহকারী প্রকৌশলী সহদেব সূত্রধর, বাংলাদেশ শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় নারী কমিটির সভাপতি রাহেলা সিদ্দিকা প্রমূখ নেতৃবৃন্দের উপস্থিতিতে জনতা রাস্তা কেটে জলাবদ্ধতা নিরসন করে।

এসময় অন্যান্যের উপস্থিত ছিলেন জুড়ী উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান কিশোর রায় চৌধুরী মনি, আওয়ামীলীগ নেতা জাহাঙ্গির আলম, জায়ফরনগর ইউপি সদস্য মো. সিরাজ উদ্দিন।