কমলগঞ্জে বন্যায় এ পর্যন্ত মৃতের সংখ্যা ৮

মৌলভীবাজার প্রতিনিধি :

মৌলভীবাজারের কমলগঞ্জে বন্যার পানি থেকে এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে।

এ নিয়ে মৌলভীবাজারে বন্যার পানিতে ডুবে মৃতের সংখ্যা ৮ জনে দাঁড়ালো।

রবিবার (১৭ জুন) বিকেল ৩টার দিকে উপজেলার শিংরাউলি এলাকা থেকে ভাসমান অবস্থায় রমজান আলী (৫০) নামের ঐ ব্যক্তির মরদেহ উদ্ধার করেন স্থানীয়রা।

রমজান মিয়া উপজেলার শমশেরনগর ইউনিয়নের ভাদাইরদেউল গ্রামের বাসিন্দা। তিনি মানসিক ভারসাম্যহীন ছিলেন বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার (১৬ জুন) রমজান বাড়ির পাশে বন্যার পানিতে নিখোঁজ হন। এর পর অনেক খোঁজাখুজি করার পর রোববার বিকেল ৩টার দিকে শিংরাউলি এলাকায় ধলাই নদের ঢলের পানিতে মরদেহটি ভেসে আসতে দেখেন স্থানীয়রা। পরে তা উদ্ধার করা হয়।

কমলগঞ্জ থানার সহকারী উপ পরিদর্শক (এএসআই) হামিদ বিষয়টি নিশ্চিত করেছেন।