মৌলভীবাজার শহরে ৫টি আশ্রয়কেন্দ্র ঘোষণা

মৌলভীবাজার প্রতিনিধি:

মৌলভীবাজারের মনু নদের পানি বিপদসীমার ১৭৬ সেমি: উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। প্লাবিত হওয়ার আশঙ্কায় রয়েছে মৌলভীবাজার জেলা শহর।

শনিবার বিকেলে মৌলভীবাজার জেলা প্রশাসক মো: তোফায়েল ইসলামের নির্দেশে মাইকিং করে এই নির্দেশনা শহরবাসীকে জানানো হয়।

আশ্রয়কেন্দ্র গুলো হলো মৌলভীবাজার সরকারী কলেজ, মৌলভীবাজার সরকারী মহিলা কলেজ, প্রাইমারি টিচার্স ইনস্টিটিউট, পলিটেকনিক ইনস্টিটিউট, টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ।

জেলা প্রশাসক শহরবাসীকে আতঙ্কিত না হয়ে সতর্ক থাকতে অনুরোধ করেছেন। প্রয়োজনে উক্ত কেন্দ্রগুলোতে আশ্রয় নিতে পারবেন।