মাধবপুরের কুখ্যাত ডাকাত মহব্বতসহ গ্রেফতার ২

মাধবপুর প্রতিনিধি :

হবিগঞ্জের মাধবপুরের কুখ্যাত ডাকাত উপজেলার দক্ষিণ অঞ্চলের ত্রাস মহব্বত তার এক সহযোগি ইদ্রিসসহ চট্টগ্রাম থেকে গ্রেফতার হয়েছে।

রোববার ভোর রাতে মাধবপুর থানা পুলিশের একটি দল চট্টগ্রামের শহরের চানগাঁও এলাকায় একটি আস্তানা থেকে তাদের গ্রেফতার করে।

থানার অফিসার ইনচার্জ চন্দন কুমার চক্রবর্তী জানান, মহব্বতের বিরুদ্ধে চুরি, ডাকাতি, ছিনতাই, চাঁদাবাজি, মারামারিসহ ৮টি মামলার গ্রেফতারী পরোয়ানা রয়েছে।

সম্প্রতি মাধবপুর উপজেলার বিষ্ণুপুর গ্রামের প্রবাসীর বাড়িতে ডাকাতির ঘটনায় জড়িত ছিল। ধৃত মহব্বত আলী উপজেলার চৌমুহনী ইউনিয়নের বিষ্ণুপুর গ্রামের মনোয়ার আলীর ছেলে ও তার সহযোগী বিজয়নগর উপজেলার বাগদী গ্রামের জমির আলীর ছেলে ইদ্রিস আলী। দুধর্ষ ২ ডাকাতের গ্রেফতারের খবরে মাধবপুরের দক্ষিণাঞ্চলের মানুষের মধ্যে স্বস্থি ফিরিয়ে এসেছে।

মাধবপুর থানার পরিদর্শক তদন্ত কাওছার আলম জানান, দুর্ধষ মহব্বত আন্তঃ জেলা ডাকাত দলের সদস্য। এই ডাকাতরা এলাকায় অপরাধ সংঘটিত করে চট্টগ্রামে গিয়ে গা ঢাকা দেয়। গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ তাদের গ্রেফতার করেছে।