কুলাউড়া বিদ্যুৎ বিতরণ কেন্দ্রে শোক সভা

রাহেলা সিদ্দিকা, মৌলভীবাজার:

মৌলভীবাজারের কুলাউড়া বিদ্যুৎ বিতরণ কেন্দ্রে মরহুম তোফাজ্জল হোসেনের অকাল মৃত্যুতে ২ জুন এক শোকসভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিতহয়।

সভায় সভাপতিত্ব করেন সিবিএ রেজিই ১৯০২ এ সাধারণ সম্পাদক হারুন আলী। উচ্চমান হিসাব সহকারী মোঃ আনছার আলীর সঞ্চালনায় অনুষ্ঠিত শোকসভায় বক্তব্য দেন ওয়ান অডিটর নির্বাহী প্রেকৌশলী শামস -ই-আরেফিন সহকারী প্রকৌশলী এস, এম রাশিদুজ্জামান, খোরশিদ উদ্দিন, কাজী আবু তালেব সিবিএ যুগ্ম সম্পাদক মোঃ হেলাল মিয়া, নেপাল আচর্য্য, কুতুব উদ্দিন, তহশান কবির, মোঃ কবির শামীম, আনসারুল মো: মামুন মিয়া।

এছাড়া ও উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক ফেডারেশন বাজাফে ১৭ এর নারী কমিটির কেন্দ্রীয় কার্যকরী সভাপতি রাহেলা সিদ্দিকা, মোঃ নজরুল ইসলাম, আব্দুল আলী, মিনহাজুল ইসলাম, মিজানুর রহমান, আনজু মিয়া, মামুন মিয়া, শহিদুল আনোয়ার ও মরহুম তোফাজ্জল হোসেনের পরিবারবর্গ।

বক্তারা কুলাউড়া বিদ্যুৎ বিতরণ কেন্দ্রের সি বি এ এর সভাপতি মরহুম তোফাজ্জল হোসেনের অকাল মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করে বলেন কুলাউড়া বিদ্যুৎ বিতরন কেন্দ্র একজন নিবেদিত প্রাণ সিবিএ নেতাকে হারাল।

সভা শেষে মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিতহয়। পরে ইফতার পরিবেশন করা হয়।