হবিগঞ্জে আর্জেন্টিনার পতাকা টানাতে গিয়ে কিশোরের মৃত্যু

হবিগঞ্জ প্রতিনিধি :

হবিগঞ্জে আর্জেন্টিার পতাকা টানাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক কিশোরের মৃত্যু হয়েছে।

শুক্রবার সকালে শহরতলীর রিচি গ্রামে এ ঘটনা ঘটে। নিহতের নাম রিয়াদ আহমেদ। সে ওই গ্রামের জিতু মিয়ার ছেলে।

রিয়াদকে বাঁচানোর জন্য এগিয়ে গেলে বিদ্যুতের তারে জড়িয়ে তার ভাই সেলিম মিয়াও আহত হন। পরে তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।

হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালের চিকিৎসক ডা. মেহেদী হাসান জানান, রিয়াদ তাদের ঘরের উপরে আর্জেন্টিনার পতাকা টানাতে গিয়ে বিদ্যুতের তারের সঙ্গে জড়িয়ে পড়ে। এ সময় তাকে বাঁচাতে তার ভাই সেলিম মিয়া এগিয়ে এলে তিনিও আহত হন। পরে তাৎক্ষণিক তাদেরকে উদ্ধার করে হাসপাতালে নেয়া হয়।